কালের স্বাক্ষী বহনকারী লৌহজং নদীর তীরে গড়ে উঠা মির্জাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো আনাইতারা ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ আনাইতারা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। আনাইতারা ইউনিয়ন পরিষদের উত্তরে দেলদুয়ার উপজেলা, দক্ষিনে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন, পুর্বে মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন, পশ্চিমে দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়ন অবস্থিত।
ক) নাম – ৬নং আনাইতারা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – প্রায় ২০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৪০,০০০ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – ২৩ টি।
ঙ) মৌজার সংখ্যা।
চ) হাট/বাজার সংখ্যা -৭টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাস/ সিএনজি।
জ) শিক্ষার হার – ৯০%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২টি,
মাদ্রাসা- ২টি
ড) গ্রাম সমূহের নাম –
(১) আটিয়া মামুদপুর, (২) পাঁচদানা, (৩) জগৎভারড়া বাদেভারড়া, (৪) তেঘুরী, (৫) বাংগুরী, (৬) লক্ষিন্দা, (৭) আটঘড়ি, (৮) মহদিনগর,
(৯) দুপুরিয়া, (১০) আনাইতারা, (১১) আঘৈদ, (১২) খাগুটিয়া, (১৩) দড়িবহর, (১৪) সন্ধিতারা, (১৫) চরবিলসা,
(১৬) শুক্তা, (১৭) দাঁতপাড়া।(১৮) চৌবাড়িয়া, (১৯) কালামজানী,(২০) নয়াপাড়া, (২১)মশাজান, (২২) ফতেপুর, (২৩) বাদেভারড়া
ঢ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস