EIIN NO- ১১৪৫২০, বিদ্যালয়ের ইনডেক্স নং (এমপিও)- ৪২০৮০১২১০২,বিদ্যালয়ের ইনডেক্স (শিক্ষা বোর্ড)- ১২৮৫৫, উপজেলা কোড- ২৩৯, জেলা কোড-২৬, এস,এস,সি পরীক্ষা কেন্দ্র কোড- ২৫৯। রাসত্মার সংলগ্ন পশ্চিম পার্শ্বে ৭৫ফিট লম্বা একটি ভবন যার মধ্যে রয়েছে ২টি অফিস কক্ষ একটি বিজ্ঞান কক্ষ তিনটি শ্রেণী কক্ষ। উত্তর পার্শ্বে ৩৫ফিট লম্বা একটি ভবন আছে যাতে শ্রেণী কক্ষ রয়েছে ৩টি, সাথে ৮০ফুট লম্বা আর একটি ভবন যাতে কমন রম্নম ১টি ও শ্রেণী কক্ষ ৫টি।
হতেয়া সখীপুরের বিশেষ ব্যক্তিত্ব মাওলানা আব্দুল হাই সালাফী সাহেবের উৎসাহ ও উদ্দিপনায় বাঙ্গুরী গ্রামের কৃতি সমত্মান আবু সাঈদ, সোনা উলস্নাহ সরকার, আব্দুল ওয়ারেছ, আঃ ছালাম, ইব্রাহীম খলিল, আকবর বেপারী উদ্বুদ্ধ হয়ে মাদ্রাসায় ১.৪১ শতাংশ জমি দান করেন এবং গ্রামের অন্যান্য লোকজন কেউ টিন, কেউ বাঁশ, কেউ কাঠ অর্থাৎ যার যা ছিল তার তাই দিয়ে সহায়তা করেন। এছাড়াও আবাল, বৃদ্ধ-বনিতা শারীরিক সহযোগীতা সহ পরামর্শের মাধ্যমে মাদ্রাসা তৈরীর কাজে সার্বিক সহযোগীতা করেন। যতদূর জানা যায় মাওলানা আব্দুল হাই সালাফি সাহেব গ্রামের মানুষের উৎসাহ দেখে তৎকালীন সময়ে মাদ্রাসা বোর্ডের পরিদর্শককে দিয়ে মাদ্রাসাটি পরিদর্শন করান এবং ধর্ম মন্ত্রীর সহায়তায় অতি অল্প সময়ের মধ্যে অনুমতি বের করেন ও স্বীকৃতির পূর্বেই এমপিও ভূক্তির ব্যবস্থা করেন।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
১ম শ্রেণী- ১৭জন, ২য় শ্রেণী- ২২, ৩য় শ্রেণী- ১৬জন, ৪র্থ শ্রেণী- ২৫, ৫ম শ্রেণী- ২৭জন, ৬ষ্ঠ শ্রেণী- ৩৪ জন, ৭ম শ্রেণী- ২৩জন, ৮ম শ্রেণী- ৩৭জন, ৯ম শ্রেণী- ৩০ জন, ১০ম শ্রেণী- ৩০জন।
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস